Posts

কবিতা

না খেতে পাওয়া শিশুরা

March 14, 2025

Shahed Mahmud

83
View

এসব ভাঙা ঘরে স্যান্টা আসে না।
না খেতে পেয়ে ঘুমিয়ে পরা
শিশুদের জন্য কোনো 
উপহার আসেনি কোনোদিন।
যেসব মায়েরা ভাত রাঁধতে না পেরে
বসে আছে, তাদের কাছে কোনোদিন 
স্যান্টা আসেনি।
ভাঙা ঘরে কোনোদিন স্যান্টা 
আসবে না জেনে শিশুরা ঘুমিয়ে পরে, 
আর আকাশ থেকে নেমে আসে বোমা।

Comments

    Please login to post comment. Login