নিষিদ্ধ প্রেম
নিষিদ্ধ বিষয়ের প্রতি
মানুষের অসীম প্রেম।
আপন নারী রেখে
করে অন্য নারীর গেম।
তা হোক শুরু গল্প দিয়ে
ভাল মানুষ সেজে।
টার্গেট তার ভোগ করিবে
বক্ষে পাবে যবে।
আপন বিবি পর হয়ে
পড়ে মোহ ছলনায়।
গৃহের প্রতি মন থাকে না
মিথ্যে মায়ার দোটানায়।
স্ত্রী তার ভালো লাগে না
ভালো লাগে ললনা।
রাস্তা ঘাটে মেয়ে দেখলে
ধরে নানান ছলনা।
যেখানে তার যাওয়া বারণ
সেখানে সে দেয় আগে মন।
দেখলে পড়ে মেয়ে মানুষ
থাকে না তার আর কোন হুশ।
দিবা রাত্রী চিন্তা করে
অমুক নারী তুলবে ঘরে।
গভীর রাতে ঘুম আসে না
নয়ন জোড়া দেয় তাড়োনা।
কল্পনায় করে খেলা
মনে প্রাণে দেয় যে দোলা।
নিষিদ্ধ প্রেম ধরছে যারে
সর্বহারা করছে তারে।