Posts

কবিতা

ধরো আলো জ্বালো জ্ঞানের পথে

March 16, 2025

Israt Jahan

120
View

ধরো আলো জ্বালো মনে,
জ্ঞানের পথে চলো রোজ নতুন ক্ষণে।
বইয়ের পাতায় লুকানো রতন,
খুঁজে নাও তার মুল্যবান মন্ত্রণ।

বিজ্ঞানের রহস্য, ইতিহাসের গাথা,
জ্ঞানের সাগরে সাঁতার কাটা।
প্রতিদিন শেখো, বাড়াও প্রজ্ঞা,
জীবনের পথে এটাই সেরা যন্ত্রণা।

বাংলার মাটি, বাংলার জল,
জ্ঞানের আলোয় করো সকল ভোলা।
মেধার চাষা, মনকে করো জাগ্রত,
জ্ঞানের ধারা হবে অবিরত।

সত্যের পথে চলো নির্ভয়ে,
জ্ঞানের আলোয় জ্বালো প্রাণের দীপে।
বাংলার সন্তান, বাংলার গর্ব,
জ্ঞানের মশাল জ্বালো বিশ্বের ঘরে।

Comments

    Please login to post comment. Login