“কেন বদলে যাও”
তুমি বদলে গেছো
নিকাশ কালো অন্ধকারে
প্রভাতের আলোর গহব্বরে
অনিশ্চিত ভবিষ্যতের তরে
তুমি বদলে গেছো
পাখির কুজন থেকে
প্রিয় জনের গুঞ্জনে
তুমি বদলে গেছো
তারুণ্যের উত্তাপ থেকে
বার্ধোক্যের ভংগিমা ধরে
তুমি বদলে গেছো
উজ্জ্বল নক্ষত্র থেকে
কৃষ্ণ পক্ষের অন্ধকারে
তুমি বদলে গেছো
মুক্তার ঝিলিক থেকে
নিরব সমুদ্র পাড়ে
তুমি বদলে গেছো
মায়াবী চাহনী থেকে
নি:সংগ জীবনের ভরে
তুমি বদলে গেছো
উত্তাল যৌবন থেকে
অশুভ চিন্তার থরে
তুমি বদলে গেছো
জীবন অর্থহীন করে
অনিশ্চিত নিয়তির ডরে
তুমি বদলে যাও
বদলে যাবে সব
রবে শুধু মরুভূমি
ধবংস হবে সবকিছু
তুমি বদলে যাও
তবু বদলাতে চাও