Posts

কবিতা

আবেগ

March 17, 2025

Mohammad Imrul

122
View


"আবেগ"

আবেগে মোর হৃদয় বলে অভাব কিসে বল
চারিদিকে সুন্দর নাচে দেখবি নাকি ছল।
আমি বলি চাইনা মায়া চাইনা কোন রূপ
আমার শুধু চাই তাহারে দিতে পারবে সুখ।
এদিক ঘুরি ওদিক ঘুরি ঘুরি সারা জাহান
আমার তৃষ্ণা মেটাতে পারে এমন কাউকে দেখান।
একবার এক রমনী দেখে হৃদয়ে দিলো  সারা 
ভাবলাম আমার দুঃখ এবার ঘুচিল বুঝি দাঁড়া।
রূপটি তাহার দেখিতে যত লোভটা অনেক বেশি
আমায় সে ভাবলো বুঝি বিত্তবানের  ঋষি। 
মনে তখন উঠিল বেজে অনুরাগের সুর
পিছে ফিরে দেখি সে গেছে অনেক দূর।
এর পরে আর চাইনি কারো হৃদয় করতে জয়
সকল প্রেম জমিয়ে রেখেছি  করতে তোমায় ভয়।
মাসের পরে বছর গেল গেল কত কাল 
তোমার হৃদয় জয় করিতে ছাড়ছিনা আর হাল।
হঠাৎ করে দেখলাম তোমায় ভাবনা নাহি করে
এক কথাতেই হলাম রাজি বহু বছর পরে।
আলোর মত জ্বলছ তুমি প্রদীপ ছাড়া রাতে
মন কুঠরে যত্ন করে রেখেছি ভালবেসে।
স্বপ্ন গুলো হচ্ছে বড় দিন যাচ্ছে যত
আমার প্রতি তোমার সহানুভূতি কমে যাচ্ছে তত।
ভালবাসি ভালবাসি বড্ড ভালবাসি
পাওয়ার জন্য থাকতে পারি বছর আরো আশি।
যেদিন তোমার মন গলিবে সেদিন ভালবেসো
আমার কোন নেই অভিযোগ তোমার প্রতি আজও

Comments

    Please login to post comment. Login