Posts

গল্প

সেই তুমি আমার হলে

March 18, 2025

Bangladesh Dhaka

118
View

আজ আমার জন্মদিন।

আমি লিলি।সব বন্ধুদের নিয়ে ঠিক করলাম ক্লাস শেষে আজ খাওয়া দাওয়া করব,তাই কলেজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি।

আজ আকাশটা মেঘলা, মৃদু মৃদু বাতাস হচ্ছে।সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ।

আমার কলেজ যেহেতু বেশি দূরে না তাই আমি হেঁটেই যাই।আজ হাঁটতে হাঁটতে পলাশদের পুকুর পাড়ে দেখলাম‌ একটি লাল শার্ট পড়া ছেলে দাঁড়িয়ে আছে এবং আড় চোখে আমায় দেখছে।

আমি‌ মনে মনে বিষয়টা নিয়ে বেশ খুশি হলাম কিন্তু বাইরে তা প্রকাশ করলাম না।

মনে মনে বললাম ছেলেটা বেশ হ্যান্ডসাম।

কলেজে আসার পর দেখলাম ছেলেটা আমার কলেজের।  কলেজের সবার মুখে তার নাম শুনছিলাম কারন,এবারের ফাইনাল পরীক্ষায় সে কলেজ টপার।ছেলেটা আমায় কখনো কিছু বলে নি তবে তার নিবির চাহনি আমায় অনেক কিছু বলতো।

 কলেজ শেষে বাসায় গেলাম মা বলল কাল বাসায় মেহমান আসবে,পরদিন দেখলাম একজন মহিলা সহ সে আমার বাসায়।মাকে বললাম কে সে?

মা বলল তার ছোট বেলার বান্ধবীর ছেলে।সেও আমাকে দেখে অনেক অবাক হয়েছিল। 

কিছু দিন পর মা আমায় বলল"ময়নার ছেলেকে তোর কেমন লাগলো?

আমি বললাম মানে,মা আমায় বলল আমাদের ছোট বেলা থেকে ঠিক করেছিল আমাদের বিয়ে দিবে,অথচ সে বা আমি তার কিছুই জানি না।

এরপর তার সাথে মা আমাকে পরিচয় করিয়ে দিল। ধীরে ধীরে তাকে খুব আপন মনে হলো।

  পরিবারের সদস্যরাও বুঝতে পেরেছিল আমরা একে অপরকে পছন্দ করি।  

আজ পড়ন্ত এক বিকেলে সে আমার পাশে বসে আমার স্বামী হয়ে।

Comments

    Please login to post comment. Login