সন্ধ্যা নামল নীরব ধীরে,
বাতাস বয়ে যায় পথ ঘিরে।
পাতার ফাঁকে হালকা শোর,
কেউ যেন খোলে বাতাসের দৌড় ।
অদেখা হাতে ডাকে কেমন,
শিশির ছুঁয়ে যায় মনেমনে।
আলো-ছায়ার গোপন ঘর,
মাঝে মাঝে খোলে বাতাসের দৌড়।
ফুলের গন্ধ ভেসে আসে,
পুরনো কথা মনের পাশে।
চুপটি বসে শুনি চোর,
কি কথা বলে বাতাসের দৌড় ।
ঘুম পাড়ায় রাতের তারা,
স্বপ্ন টানে দূর আকাশে।
সব ক্লান্তি ভুলে মন ভর,
যখন খুলে বাতাসের দৌড় ।