""বিষন্নতা""
যখন অন্ধকার নিয়ে সন্ধ্যা নামে
বিষন্ন্যতা খেলা করে মোর সনে।
আবেগ শিহরিত হয় মনোপ্রাণে
আপন মানুষ হারানো বেদনার বাণে।
ভাবি, আর যদি নাহি আসে ভোর
বেদনায় কেটে যাবে সারাটা প্রহর।
নিদ্রা আসে না মোর চোখে
প্রিয়জন হারানো বেদনার দু:খে।
জাগিবে কি আর,এই হিয়া
যদি না আসে ফিরে মোর প্রিয়া।
আশার প্রদীপ গেল বুঝি নিভে
ফিরিবেনা প্রিয়া আর,এই বাসরে।
পারিনা ধরে, রাখিতে ধারাপাত
আমার বাস এখন, নি:ঙ্গতার সাথ।
কি করিব বলে দাও,হে মায়াবীণী
আসিবে কি ফিরে,হয়ে মোর সঙ্গীনী।
তুমি পাষাণী হয়ে থাকো কেমনে
দু:খের বাঁশি বাজে না,তোমার পাণে।
হেয়ালি করো কেন আমায়
ছিলেম না কি?তোমার সুসময়।
দেখ একবার হিয়ার মাঝে চেয়ে
দেখিতে পাবে আমায়,বসে আছি ছেয়ে।
আজ!যদি নাহি আসে ভোর
বন্ধ হয়ে যাবে,ভালোবাসার দোর।
চাই না তোমায় আমি,দু:খ ভরা প্রাণে
আনান্দে থাকো তুমি,জীবনের আহব্বানে।
রুধিতে পারে কে, মনের ভালোবাসা
বেদনা নিয়ে থাকি,আসিবে এই আশায়।