রবীন্দ্রনাথের মত ঈশ্বরচন্দ্র জমিদার না হইলেও তা তার বিত্তের অভাব ছিলোনা বলেই মনে করি। যদি অর্থসংকট থাকতো তবে মানুষের জন্য হাহাকার করে উঠতোনা তার মন। অর্থ্যাৎ, দানশীলতা, কিংবা নারীশিক্ষা বিস্তারের জন্য যা অর্থ ব্যয় হয়েছে তা বিদ্যাসাগরের প্রাচুর্য্যতাই প্রমাণ করে। (মাইকেল মধুসুধন দত্তকে সহযোগিতার কথা উল্লেখ না করেও বলা যায়)।