অবশ্যই! নিচে তোমার গল্পটির জন্য একটি আকর্ষণীয় প্রিভিউ লিখে দিলাম:
প্রিভিউ:
ছোট্ট গ্রামের প্রতিদিনের চেনা জীবনের মাঝেই হঠাৎ শুরু হলো এক অদ্ভুত ঘটনা—গ্রামের চারপাশে অসংখ্য পিঁপড়ে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে আচরণ করতে লাগল। তারা সারি বেঁধে যাচ্ছে কোথায়? কেনই বা তাদের চলার পথ এক অজানা রহস্যে মোড়ানো? কৌতূহলী কিশোর আরিফ ঠিক করল, যেভাবেই হোক পিঁপড়ের এই রহস্যের সমাধান বের করবেই। কিন্তু যতই সে এগোতে থাকে, ততই খুলে যেতে থাকে একের পর এক অজানা সত্যের দরজা। শেষ পর্যন্ত কী আছে পিঁপড়ের সারির শেষ প্রান্তে?