পশ্চিম এতোদিন যে আমাদের ওউন করে নাই সেইটা পশ্চিমের রাজনীতি। মানে, আমরা রিচ হওয়ার পরও ভিন্ন কারণে আমাদেরকে দমায়া রাখার চেষ্টা করা হয়েছে। (কতদিন আর দাবায়া রাখা যায়?) কিন্তু এখন আর তারা সেইটা পারতেছেনা আমাদের নিজস্বতা থাকার কারণেই। মানে, তারা স্বীকৃতি দিতে না চাইলেও স্বীকৃতি দিতে হইতেছে। দ্যাট ইজ পাওয়ার। আর্টের পাওয়ার।