Posts

প্রবন্ধ

ইউনেক্সো কর্তৃক ঢাকার রিক্সা আর্টের স্বীকৃতি অথবা পশ্চিমকে আমরা না নিলেও পশ্চিম কেন আমাদের নিতে বাধ্য হয়? (Premium)

May 20, 2024

তালাশ তালুকদার

0
sold
পশ্চিম এতোদিন যে আমাদের ওউন করে নাই সেইটা পশ্চিমের রাজনীতি। মানে, আমরা রিচ হওয়ার পরও ভিন্ন কারণে আমাদেরকে দমায়া রাখার চেষ্টা করা হয়েছে। (কতদিন আর দাবায়া রাখা যায়?) কিন্তু এখন আর তারা সেইটা পারতেছেনা আমাদের নিজস্বতা থাকার কারণেই। মানে, তারা স্বীকৃতি দিতে না চাইলেও স্বীকৃতি দিতে হইতেছে। দ্যাট ইজ পাওয়ার। আর্টের পাওয়ার।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login