Posts

কবিতা

অমানুষদের দুনিয়া এখনো কায়েম হয়নি

March 19, 2025

নাজমুল হোসেন রিফাত

141
View

তোমরা যারা অস্ত্রের কারখানায়
মানবতার গান গাইছো,
কিছু বারুদ চাইলে মায়ের গর্ভে রেখে আসতে পারো
যেন— শিশুরা জন্মের আগেই বারুদের সাথে পরিচিত হয়ে আসতে পারে।

বাবা-মায়ের জিন-কে মডিফাই করে সেখান থেকে মনুষ্যত্ব
নিশ্চিহ্ন করে দাও যেন অমানবিক হিংস্র পৃথিবী কায়েম করতে তেমন বাঁধার সম্মুখীন হতে না হয়— তবেই না বুঝবো, তোমাদের বিজ্ঞান কতোদূর এগিয়েছে। 

হিংসাত্মক নৈরাজ্যে বুড়োদের বাদ দাও,
নয়া শিশু ধরে আনো, ট্রেইনিং দাও
যুদ্ধে ছেড়ে দাও ভাইয়ের বিরুদ্ধে ভাই-কে।
তবেই না তোমরা কিছুটা সফল হলে— দু'চারটা মিসাইল ছুঁড়ে কয়েকটা ফি'লি'স্তি'নির বুক-মস্তিষ্ক ছিন্নভিন্ন করে দিলেই আমি মানবো না তোমাদের এই সফলতা।

অমানুষদের দুনিয়া এখনো কায়েম হয়নি,
কিছু চিরজীবী হৃদয় এখনো জ্বলছে জর্ডান নদীর তীরে।

আমি তবে বেঁচে আছি
আমার সময়কার সবচেয়ে অত্যাচারী শাসক, আর—
সবচেয়ে নির্যাতিত মজলুমদের আমলে। 

[১৯০৩২০২৫]

Comments

    Please login to post comment. Login