Posts

নিউজ

হলবার্গ প্রাইজ পেলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

March 19, 2025

নিউজ ফ্যাক্টরি

41
View

খ্যাতিমান সাহিত্য সমালোচক এবং প্রভাবশালী বুদ্ধিজীবী গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ২০২৫ সালের হলবার্গ প্রাইজ জিতেছেন। ১৩ মার্চ হলবার্গ প্রাইজ কর্তৃপক্ষ চলতি বছরের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে। নরওয়ে থেকে দেওয়া এই পুরস্কার মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন বা ধর্মতত্ত্ব গবেষণার ক্ষেত্রে নোবেল পুরস্কারের সমতুল্য বলে বিবেচিত হয়।  

হলবার্গ কমিটির সভাপতি হেইকে ক্রিগার বলেন, 'একটি অসম বিশ্বে ক্ষমতা ও জ্ঞানের কাঠামোর সমালোচনা এবং বিভিন্ন দেশের প্রান্তিক গ্রামীণ সম্প্রদায়ের নিরক্ষরতা মোকাবেলার প্রচেষ্টা স্পিভাককে এই পুরস্কারের অত্যন্ত যোগ্য প্রাপক করে তুলেছে।' 

স্পিভাক ১৯৪২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। বর্তমানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

তিনি ‘ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক?’ (১৯৮৮) প্রবন্ধ প্রকাশের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। ঔপনিবেশিক ভারতে নারীর অবস্থান এবং জ্ঞানচর্চা কীভাবে ঐতিহাসিকভাবে প্রান্তিক মানুষদের বঞ্চিত করেছে তা নিয়ে এটি লেখা হয়েছে। এতে মূলত পশ্চিমা শিক্ষাব্যবস্থার সমালোচনা করেছেন তিনি। এছাড়া প্রান্তিক গোষ্ঠীর সংগ্রামকেও তুলে ধরেছেন।

তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, ডেথ অব অ্যা ডিসিপ্লিন (২০০৩), ক্রিটিক অব পোস্ট কলোনিয়াল রিজন (১৯৯৯), অ্যান এস্থেটিক এডুকেশন ইন দ্য এরা অব গ্লোবালাইজেশন (২০১২), এথিকস অ্যান্ড পলিটিকস ইন টেগোর, কোয়েৎজি অ্যান্ড সার্টেইন সিনস অব টিচিং (২০১৮)।

উল্লেখ্য, নরওয়ে সরকার প্রতি বছর শিল্প, মানবিকবিদ্যা, সামাজিক বিজ্ঞান, আইন ও ধর্মতত্ত্বের ক্ষেত্রে বিশিষ্ট গবেষকদের হলবার্গ প্রাইজ দেয়। ড্যানিশ-নরওয়েজীয় লেখক ও শিক্ষাবিদ লুডভিগ হলবার্গের (১৬৮৪–১৭৫৪) নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। ২০০৪ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। প্রতি বছরের মার্চে হলবার্গ প্রাইজ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। জুনে নরওয়ের বার্গেন শহরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হয়। পুরস্কারের অর্থমূল্য ৫ লাখ ৪০ হাজার ডলার।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস    

Comments

    Please login to post comment. Login