আজ অনেকদিন পর বঙ্কু দেখল মা ঠাকুমা দু'জনের মুখেই হাসি। খুব তৃপ্তি করে খেলেন বাসন্তী দেবী। মালতীকে বললেন, "অ বৌ, তুইও খেয়ে নে আমার সঙ্গে।" মালতির মনটাও ভরে গেল শ্বাশুড়ি আর ছেলের হাসিমুখ দেখে। আসলে বাইরে থেকে ওরা শ্বাশুড়ি বৌ যতই ঝগড়া করুক না কেন সময় আর পরিস্থিতির চাপে পড়ে, মনের অন্তস্থল থেকে এখনো একজনের জন্য অপরজনের ভালোবাসা অটুট রয়েছে। বঙ্কুর আজ খুব ভালো লাগছে একঘর ভরা ভালোবাসা দেখে। একটুও ঝগড়া নেই আজ। ছোট্ট একটা মানকচুর টুকরো শাশুড়ি বৌএর মধ্যের মান অভিমান ভুলিয়ে দিল। এভাবেই ভালোবাসাগুলো বেঁচে থাকুক ছোট ছোট খুশির মুহূর্তের মধ্য দিয়ে।