ফেরত দাও,আমার জিনিস,
চলছে কাড়াকাড়ি,
আইন যখন আমার হাতে,
করছি তাড়াতাড়ি।
যখন দেখি স্বাধীন এ দেশ,
মনে খুশি জাগে
উকিল আমার দিকেই থাকে
চলে সবার আগে।
মূল্যবোধের ধার ধারে কে,
সবাই মূল্যবান
আইন যখন নিজের হাতে,
সবার প্রতি টান।
জাতীয় এই সৌধ আমার,
এদেশ আমার, মাটি আমার
চলছে রেষারেষি,
আমার দেশের আইন যেমন,
চলছে তেমন বেশি।
নিজের হাতে আইন তুলে
স্বভাব নষ্ট সবই ভুলে,
কেমনতর চলা,
নিজের পাপের বাটখারাতে,
অন্য কথা বলা।
41
View