“কি যাতনা বিষে” ভাবসম্প্রসারণের প্রকৃষ্ট উদাহরণ আজ আমিই রে!
চোখের সামনে গুরুর আসনে বসিয়ে রাখা স্যারকে এভাবে ভেঙে পড়তে দেখতে হবে, সেটা হয়তো কখনো পলাশ ভাবেনি,
স্যারের হাত দুটো ভরসা দেওয়ার ভঙ্গিতে চেপে ধরলো সে। প্রণাম করে অটোয় চেপে মোবাইল নম্বরটা দিয়ে বললো, কোনো দরকার হলেই একবার জানাবেন স্যার।
অটো স্টার্ট দিয়ে পিছন ঘুরে তাকাতেই শুনতে পেলো, কাল ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবো, একসেপ্ট করে তোর পাতে না দেওয়া লেখাগুলো একটু পড়তে দিস রে পলাশ!
This is a premium post.