মেঝেতে বসে পড়ে অর্জুন। মাথার চুল চেপে ধরে শক্ত করে। উন্মাদের মতো লাগছে তার। আত্নহত্যা ছাড়া তার কি আর কোনো পথ খোলা আছে? কিন্তু তার যে ভীষণ ভয় করে, সে যে ভীতু খুব।
ফোনটা আবার হাতে তুলে নেয় সে। পাগলের মতোও ডায়াল করতে থাকে বার বার লারার ফোনে। কিন্তু এক নিষ্ঠুর মহিলা বারবার একই কথা বলে চলে, "দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহুর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।"