বিনয়ের দেখভাল কে করবে? তার জীবন কিভাবে চলবে? তখন সুনীল গঙ্গোপাধ্যায় বিনয় মজুমদারকে প্রতি মাসে বিশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম প্রথম দেওয়ার পর সেটা আর কন্টিনিউ করেন নাই। এর পরে, প্রায় অর্থাভাবে, অনাহারে, প্রায় অর্ধউন্মাদ জীবন যাপন করতে হয়েছিল।