পোস্টস

বাংলা সাহিত্য

সাহিত্য রাজনীতিতে বলি কি জিনিস? (প্রিমিয়াম)

২০ মে ২০২৪

তালাশ তালুকদার

বিনয়ের দেখভাল কে করবে? তার জীবন কিভাবে চলবে? তখন সুনীল গঙ্গোপাধ্যায় বিনয় মজুমদারকে প্রতি মাসে বিশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম প্রথম দেওয়ার পর সেটা আর কন্টিনিউ করেন নাই। এর পরে, প্রায় অর্থাভাবে, অনাহারে, প্রায় অর্ধউন্মাদ জীবন যাপন করতে হয়েছিল।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।