এখন আমি
..................
পুড়িয়েছি কবিতার খাতা
ভাই হয়েছে খুন
ভিটেমাটি সব ছেড়েছি
এখন বোবা মন।
ঘরে ছিল বৃদ্ধ বাবা
মরেছে দগ্ধ আগুনে
ছিড়ে খেয়েছে স্ত্রীর সম্ভ্রম
মরছে ধুঁকে ধুঁকে।
ছয় বছরের ছোট বোন
মারা গেছে ধর্ষণে
প্রহর গুনি বসে বসে
কখন যাবো শ্মশানে।
............
স্বপন বিশ্বাস
২০/৩/২৫
142
View