Posts

কবিতা

অরুণ আলোর দেখা

March 22, 2025

শরীফ এমদাদ হোসেন

93
View

অরুণ আলোর দেখা

- শরীফ এমদাদ হোসেন

জানো?
আমাদের খুবই মেঘলা সময় যাচ্ছে ইদানিং
আগুন ফুটছে মনে, অসহ্য গুমোট
তবুও বলেনি কেউ
দেশের দু'চোখে আসবো নিয়ে রোদ
ফাগুন হাসি

অনেক গলির নাম পাড়া, মহল্লা, মসজিদ
অনেক বাড়ির নাম, লোকজন তস্কর
আজও আমি চিনি না বলেই
বারবার ফিরে ফিরে আসি
মনে মনে এঁকে ফেলি পল্টন গুলিস্তান
গোলাপ শাহ মাজার

ভাবি, হয়তো বা ডাক দেবে কেউ
সমস্ত দরজা বন্ধ হলেও ফিরতেই হবে পুনর্বার

কতলোক দেশান্তরি হয় পাখির মতন
নদীও সমুদ্রের দিক, বাতাস উত্তর দক্ষিণ
শুনিনি কখনো আমি সর্বনামে ডেকে গেলে
ফেরেনা সুদিন
এই যে অনাহূত কষ্ট মানুষের, যত অনাচার
জীবনের যেখানে ভরসাটি নেই আর
কী করে ভাসবো আলোয়, দেখাবো দিশা?

আশাবাদী হতে তবু দোষ দিও না
ঝড় আর ঝঞ্ঝা শেষে অরুণ আলোর দেখা মিলবেই

Comments

    Please login to post comment. Login