Posts

কবিতা

বৃথা

March 22, 2025

Jubaer Ahamed

Original Author যুবাইর আহমেদ

77
View

বৃথা
                           যুবাইর আহমেদ

মনে পড়ে যায় হারিয়ে ফেলা ভরপুর আনন্দের সোনালি দিনগুলি

কোথায় হারিয়ে গেল মায়াবী সেই স্মৃতি,আদৌ কি ফিরে পাবো হারানো দিনগুলি

অতীতকে ভুলে ভবিষ্যৎ বাস্তবায়নে আজ জীবন সংগ্রামের প্রাঙ্গনে

নেমে যে পড়েছি জীবিকার তাগিদে ভালোলাগা,ভালোবাসা সব বিসর্জন দিয়ে

যেই আশাকে বুকে লালন করেছিলাম সে আশা কি বৃথা যাবে

এই নিয়মেই যে ধরনী বহমান, কেউ হাসবে কেউ কাদবে

নিজ মনে নিজে ভাবতে থাকি, কত দ্রুতই না গেল  সময়

বুঝতে অপারগ হই, কেনই বা জীবন এত কষ্টকর ও ক্লান্তিময়

উদ্দেশ্য পূরনের নিমিত্তে এখনও ছুটে চলেছি লাগামহীনভাবে

যেই আশাকে বুকে লালন করেছিলাম সে আশা কি বৃথা যাবে

বৈষম্যের কোপানলে পড়েছি ও সকল কিছুকে দমে চলেছি

নিস্পৃহতায় দিন পারি দিয়ে আজও  পরিশ্রম করে চলেছি

যদি জীবনে নক্ষত্র না হতে পারি তবে সামান্য এক লাম্পপোস্ট হয়ে সারাজীবন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো

এ আশা নিয়ে বুক বাধবো এবং আবারও জীবনের কর্মযজ্ঞে  
ঝাপিয়ে পড়বো।









 

Comments

    Please login to post comment. Login