Posts

কবিতা

স্বার্থপর দুনিয়া

March 22, 2025

Jubaer Ahamed

Original Author যুবাইর আহমেদ

70
View

   স্বার্থ
                     যুবাইর  আহমেদ

স্বার্থ মানুষকে অন্ধ করেছে,হরণ করেছে  আলো

নৈরাজ্যের পথ সুগম করেছে,মনকে করেছে কালো

অন্যায়,অনাচার,আবিচার,অরাজকতায় হয়েছে মন কলুষিত।
তাইতো আজ -

প্রতিটা মানুষের হৃদয় হয়েছে পাষাণের ন্যায় কুন্ঠিত

খুদ্র স্বার্থকে প্রাধান্য দিয়ে করেছে কজনের মানহানি

ধন,সম্পদের লালসায় কি কেটে যাবে এই কেলেঙ্কারি

ছি! মানুষজাতি, ছি! মানুষজাতি।।

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি যেন আজ পরিণত  হিংস্র জানোয়ার

তাহলে কিভাবে পার্থক্য থাকবে মানুষ ও বিবেকহীন পশুর মধ্যকার

উত্পীড়িতের ন্যায় আর্তনাদ করি প্রভু তোমার দরবারে

দূর করে দাও পৃথিবী থেকে এই অভিশাপরুপ ব্যধিটারে

[কুন্ঠিত- সংকুচিত অর্থে ব্যবহার হয়েছে ]
















 

Comments

    Please login to post comment. Login