কুলসুম
সারা চোখে ভীতি আর অন্ধকার রাশি রাশি
এই বুঝি জানলো সাবাই কুলসুম দিছে ফাঁকি।
নতুন আলোয় আলোকিত সে শিহরণে দিশেহার
পথের পানে চেয়ে আছে তার জীবন স্বপ্ন ধারা।
পাশাপাশি সে থাকে বসে মনের রাজ্যে রাণী
রাজপুত্র আসিবে দেখতে কেমন আছে অভিমানী।
গল্প ছলে বলবে খুলে মনের গহীন দু:খ
আশেক আমায় জড়িয়ে নিবে আপন ভেবে বক্ষ।
অশ্রু তাহার ঝরার আগে ঝরবে সব গ্লানি
একনিমিষে মিটিয়ে যাবে জীবন কালের ঘানি।
পিতা-মাতা জিদ করেছে বসতে বিয়ের সাজে
আমার হৃদয় পড়ে আছে তাহার বীণা বাজে।
পণ করেছি করবোনা বিয়ে সাজব না আর কণে
আমার যদি না জোটে বর রাজপুত্রের সনে।
আত্বীয় আর পাড়া পড়শী যে যাই বলুক ভাই
আমার ইচ্ছা বৃথা গেলে হোক না সবি ছাই।
কত লোকে মন্দ বলছে করছে কানা ঘোষা
এই মেয়ের দোষ রয়েছে আচ্ছা করে বানা।
মাঝ খানে এক জুটছে গাধা ছাড়ছে না আর পিছু
ভাবছে আমি তাহার প্রতি সদয় হইছি কিছু।
অনেক ভাবে বলছি তারে লাভ হবে না কিছু
অন্য কারো কর বিয়ে ছাড়ো আমার পিছু।
আমার রাজ্য রাজা আমি তোমরা কেন আসো
ইচ্ছা করে আমায় কেন দু:খের দিকে টানো।
65
View