Posts

কবিতা

যদি আসে সুখকর কোনই খবর

March 23, 2025

শরীফ এমদাদ হোসেন

90
View

চারদিকে ব্যস্ততা, কথাদের ভীড়
শুধু আমি নির্লিপ্ত, নিদারুণ অসুখী একজন
গুনে চলি দিনক্ষণ মাস
            চারুকলা মাঠে আঁকি সময়ের ঘড়ি
যদি আসে সুখকর কোনই খবর 
সাঁচি পানে রাঙাবো নিজ ওষ্ঠ অধর।    

অদ্ভুত মেঘেদের বেলকনি ছুঁয়ে                
শপথের ঘুড়ি যদি উড়ে যায় প্রস্থানের দিক
কী করে বলবো তাকে দেশের প্রেমিক?

অস্তিত্বের হামাগুড়ি দিয়ে-
যারা গেলো ছেড়ে এই অসুস্থ শহর, হলদে ফানুশে 
ঘেরা ঈশানী আকাশ
যারা ফেলে গেলো চেনা জানা স্বজনের লাশ
ছিন্ন করে রক্তের বিশ্বাস;
তারাও কি মানুষ ছিলো? নাকি ছিলো-
ভীতুদের দলে ভেড়া একটি দীর্ঘ নিঃশ্বাস!

সত্যিই আমি নির্লিপ্ত, নিদারুণ অসুখী একজন
গুনে চলি দিনক্ষণ মাস
যদি আসে সুখকর কোনই খবর 
সাঁচি পানে রাঙাবো নিজ ওষ্ঠ অধর।

Comments

    Please login to post comment. Login