১.
দুজন মিলে শপিং করতে যাওয়ার পর বউকে জিজ্ঞেস করলাম, 'কি কিনবে পছন্দ করো।'
সে বলল, 'আজকে আমি পছন্দ করব না, তুমিই করবে; আমার জন্য এবং তোমার জন্যও।'
আড়ংয়ের বিশাল আউটলেট। প্রচুর ভীড়। এত মানুষ যে মনে হচ্ছে,আউটলেটে থাকা আইটেমের চেয়ে মানুষ বেশি!
কাউন্টারের সামনে দাঁড়িয়ে বললাম,'আচ্ছা,তাহলে চলো আগে তোমার জন্য শাড়ি কিনি। লেডিস ফার্স্ট বলে কথা!'
বউ আদুরে গলায় বললো, 'না। আগে তোমার পাঞ্জাবি। '
গেলাম পাঞ্জাবি যেদিকে রাখা সেদিকেই।
দুজনে মিলেই খুঁজছি। লক্ষ কোটি পাঞ্জাবি হ্যাঙ্গারে ঝুলছে। প্রতিটা হ্যাঙ্গারে একটা পাঞ্জাবি আর দুইপাশ থেকে সেই পাঞ্জাবিটা দেখছে দুজনে!
পাঞ্জাবি পছন্দ করা শুরু করলাম। কয়েকটা দেখে একটা বের করলাম। বউয়ের দিকে তাকিয়ে বললাম,'এই দেখো তো...'
বউ পাঞ্জাবিটার দিকে তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে বললো, 'আমি কিন্তু আজকে পছন্দ করব না। তুমিই করবে। '
বুঝলাম, এটা তার পছন্দ হয়নি।
রেখে দিলাম।
কিছুক্ষণ পর আরেকটা বের করে বউকে দেখাতে গিয়ে তার চোখের ভঙ্গি দেখে বের করলাম না সেটাও। এভাবে, বেশ কয়েকটা আমার পছন্দ হলেও বউয়ের সেরকম কোন সায় না পাওয়ায় পাঞ্জাবি চুড়ান্ত হচ্ছিল না।
এদিকে সেও তিনটা দেখিয়েছে। আমার ঠিক পছন্দ হয়নি; আবার অপছন্দও না। যাইহোক, শেষে আমি দুটো বের করলাম।একটা হলুদ,আরেকটা অফ হোয়াইট।
বউকে বললাম,'ট্রায়াল তো দিই, কি বলো? '
সে বলল, 'আচ্ছা। '
এই বলে তার পছন্দ করা ৩ টাও নিল। তার পছন্দের মধ্যে ছিল মেরুন কালার, চকোলেট কালার আর আরেকটা ফজলি আমের সাথে দুধ মেশালে যে রঙ সেই রঙের।
বলল,'যাচ্ছ যখন এগুলোও ট্রায়াল দিও।'
ট্রায়াল রুমে একের পর এক ট্রায়াল দিয়ে বের হচ্ছি। প্রথমেই আমার পছন্দের দুটো একে-একে। তারপর বউয়ের পছন্দের গুলো। পছন্দ না ঠিক, সে দিয়েছে; আমার পছন্দ হলে কিনব এই আরকি।
অবশেষে, চূড়ান্ত হলো পাঞ্জাবি। মেরুন রঙের পাঞ্জাবিটা দারুণ মানিয়েছে আমায়।
বউ জিজ্ঞেস করলো, 'পছন্দ হয়েছে?'
আমি বললাম,'তোমার পছন্দ সেরা।'
সে বলল, 'তোমার পছন্দ মত কিনবে বলেছি।'
আমি বললাম, 'আমার তো পছন্দ হয়েছেই।'
সেটা হাতে রেখে, আমার বাছাই করা দুটো সহ বাকিগুলো ফেরত দিলাম।
২.
শাড়ি সেকশনে দাঁড়িয়ে আছি। এবার শাড়ি কেনা হবে।
যথারীতি একের পর এক শাড়ি দেখছি আর বউকে দেখাচ্ছি।
সে আমাকে প্রতিবারই বলছে, 'তোমার পছন্দ হলে বলো।'
আমার ভালো লেগেছে এমন ৮/১০ টা শাড়ি কোনটাই আর কেনা হলোনা।
এরমধ্যে সে একটা খুঁজে বের করে জিজ্ঞেস করলো,' দেখো তো এটা পছন্দ হয় কিনা?'
আমিও বিদ্যুতগতিতে তার দেখানো শাড়ি দেখে বললাম, 'কবুল!'
সে বলল,'কবুল মানে?'
আমি বললাম, 'স্যরি। বিয়ের আসরে খুশিতে যেভাবে কবুল বলেছি সেভাবে বলে ফেলেছি আরকি।'
একে একে পরিবারের সবার জন্যই কেনাকাটা হলো। সব আমি পছন্দ করেই কিনেছি। তবে খুঁজে বের করে দিয়েছে বউ।
৩.
বাসায় ফিরছি। শহরের মধ্যে ধীর গতিতে গাড়ি চলছে।
বউ বললো,'যা গরম। এসিতে কাজ হচ্ছেনা। আইস্ক্রিম খেতে পারলে ভালো হতো।'
বউকে বললাম, 'সামনে দোকান আছে,আইস্ক্রিম খাবে?'
সে বলল, 'তুমি বললে অবশ্যই খাব। আজকে সব হবে তোমার মর্জি মত।তুমি তো সবসময় বলো,তোমাকে কোন স্বাধীনতা দিইনা।আজকে সব কেনাকাটা হয়েছে তোমার পছন্দে।এবার বিশ্বাস হলো তো, আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করিনা? '
আমি ড্রাইভারকে গাড়ি পার্ক করতে বললাম, আর বউয়ের দিকে দ্রুততার সাথে উত্তর দিলাম,'তা তো অবশ্যই...'