Posts

ফিকশন

সোলু মামার মিশন

March 23, 2025

Tahmeed Zaman

Original Author তাহমিদ জামান

79
View

সুদূর ভবিষ্যতের কোনো এক সময়। বিভিন্ন দেশবাসীর সাহায্যের কারণে, মানুষ এখন এলিয়েনর সাথে বন্ধুত্ব করতে পেরেছে। যা এখন বলতে গেলে 'ইউনিভার্সালেইজেশন' হয়ে গিয়েছে। বর্তমানে সব কর্মক্ষেত্রে মানুষ-এলিয়েন-রোবট একসাথে কাজ করছে। এমনকি একসাথে ক্লাস করছে, বন্ধুতের সম্পর্ক করছে। মানুষ যায় ভিন্নগ্রহের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্কলারশিপ পাবার জন্য। এলিয়েন ও রোবট পৃথিবীতেও এমনটা করে। পৃথিবীর এক সেরা কলেজে পড়েন সোলু মামা। তার তিন জন বেস্ট ফ্রেন্ড আছে। তারা আসলে সকলে আপনভাই। প্রথম জনের নাম টাঙ্কু দ্বিতীয় জনের নাম মাঙ্কু ও তৃতীয় জনের লাঙ্কু। লাঙ্কুর আর সোলু মামার খুব  ভাব। আসলে সোলু মামার নাম সোলু নয়। সব কাজ ধীরে ধীরে করায় সবাই তার নাম দিয়েছে  সোলু মামা। সকালবেলা লাঙ্কুকে মামা বলল: বুঝলি লাঙ্কু, আমার পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। লাঙ্কু বলল, মামা সাত সকালে এমন কথা বলো না। মামা বলল: আরে বোকা এখন আটটা বাজে। আট সকাল। শুনে লাঙ্কু হালকা হাসলো তারপর বলল: যাইহোক তুমি চলে গেলে আমাদের গল্পের মামা কি থাকবে? মামা বলল: আরে আমি পৃথিবী ছেড়ে কোথায় ঘুরতে যাব। আমার একঘেয়েমি লাগছে।লাঙ্কু বলল: আমাদের গ্রহে চল মামা। সঙ্গে টাঙ্কু আর মাঙ্কুকেও নেব। তাহলে আরও মজা হবে। শুনে মামা বলল : 'সুপার আইডিয়া'। পরের সপ্তাহে তাদের গ্রহে যাওয়া হবে। শুনে সবাই খুশি। রকেটের টিকিট কাটা হলো। সবাই তাদের জিনিসপত্র গুছাতে লাগলো। 

চলবে…..

Comments

    Please login to post comment. Login