সুদূর ভবিষ্যতের কোনো এক সময়। বিভিন্ন দেশবাসীর সাহায্যের কারণে, মানুষ এখন এলিয়েনর সাথে বন্ধুত্ব করতে পেরেছে। যা এখন বলতে গেলে 'ইউনিভার্সালেইজেশন' হয়ে গিয়েছে। বর্তমানে সব কর্মক্ষেত্রে মানুষ-এলিয়েন-রোবট একসাথে কাজ করছে। এমনকি একসাথে ক্লাস করছে, বন্ধুতের সম্পর্ক করছে। মানুষ যায় ভিন্নগ্রহের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্কলারশিপ পাবার জন্য। এলিয়েন ও রোবট পৃথিবীতেও এমনটা করে। পৃথিবীর এক সেরা কলেজে পড়েন সোলু মামা। তার তিন জন বেস্ট ফ্রেন্ড আছে। তারা আসলে সকলে আপনভাই। প্রথম জনের নাম টাঙ্কু দ্বিতীয় জনের নাম মাঙ্কু ও তৃতীয় জনের লাঙ্কু। লাঙ্কুর আর সোলু মামার খুব ভাব। আসলে সোলু মামার নাম সোলু নয়। সব কাজ ধীরে ধীরে করায় সবাই তার নাম দিয়েছে সোলু মামা। সকালবেলা লাঙ্কুকে মামা বলল: বুঝলি লাঙ্কু, আমার পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। লাঙ্কু বলল, মামা সাত সকালে এমন কথা বলো না। মামা বলল: আরে বোকা এখন আটটা বাজে। আট সকাল। শুনে লাঙ্কু হালকা হাসলো তারপর বলল: যাইহোক তুমি চলে গেলে আমাদের গল্পের মামা কি থাকবে? মামা বলল: আরে আমি পৃথিবী ছেড়ে কোথায় ঘুরতে যাব। আমার একঘেয়েমি লাগছে।লাঙ্কু বলল: আমাদের গ্রহে চল মামা। সঙ্গে টাঙ্কু আর মাঙ্কুকেও নেব। তাহলে আরও মজা হবে। শুনে মামা বলল : 'সুপার আইডিয়া'। পরের সপ্তাহে তাদের গ্রহে যাওয়া হবে। শুনে সবাই খুশি। রকেটের টিকিট কাটা হলো। সবাই তাদের জিনিসপত্র গুছাতে লাগলো।
চলবে…..