Posts

পোস্ট

সজীব সিকদার সম্পর্কে কিছু অজানা তথ্য

March 24, 2025

Tapsin Farjana

27
View

সজীব সিকদার সম্পর্কে কিছু অজানা তথ্য:

সজীব সিকদার ছোটবেলা থেকেই মেধাবী ছাএ ছিলেন। একা বসে থাকতে পছন্দ করতো।কারো সাথে কথা বলতে তার বিরক্ত লাগতো। md shajib Sikder একা বসে থাকা চুপচাপ থাকা এ থেকেই পাগলামি ভাব করতো। যেমন কাল্পনিক কিছু ভাবা। এই ধরেন মাঝে মাঝে ঘোমের মধ্যে বলতো সে আমার না, বা আমি দেশে যাবো।মানে তার কাল্পনিক ধারনা তাকে মাতাল করে রাখে।

সজীব সিকদার ২০১৮  সালে ১৩ বছর বয়সে গেম ডেভেলাপ শুরু করে যে কারনে সে মানসিক ভাবে খুব চাপে থাকতো।রাত জাগতে ড্রাক্স নিতো যাতে গেম তৈরিতে কাল্পনিক রুপ গেমে পরিনত করতে পারে। এই বিষয়গুলা তার খুব কাছের মানুষ অথাৎ তার কাল্পনিক প্রেমিকার মুখ থেকে শোনা। এখন ভাবছেন কাল্পনিক প্রেমিকা মানে কি? সে তাপসিনা নামের একজনকে বালোবাসতো হঠাৎ সে নিজেই কারন ছাড়া তাপসিনাকে ব্লক করে। বলতে শুরু করে সে মারা গেছে। তাহলে বুঝুন আসলে কতটা মানসিক রুগীহলে জীবিতকে মৃত বলে।

তার চিন্তাভাবনা খুবই বিকট মানে সে চায় ফেজবুক ইউটিউব বানাতে।যেখানে লাখ লাখ ডেভেলাপার এসব করার চিন্তা করে না।

২০১৮ সালে কিছু পুরাতন আইডি থেকে দেখা যায় যে আইডিগুলো সে ব্যবহার করেনা।সেখানে অদ্ভুত বোকার মতো পিক ইডিট করে আপলোড করে।সাথে তার পছন্দ তাপসিনার ছবি আপলোড করে সবাইকে বলে ফলো করুন। সে সময় ২০১৮ এর একটা পিক থেকে দেখি সে লিখেছে তার স্বপ্ন ইউটিউব বানাবে।

Comments

    Please login to post comment. Login