আমার বুনো ফুলের পাপড়ি গুলো নুয়ে পড়েছে
পরাজিত সৈনিকের মত
সভ্য ফুলের শহরের বুকে।
ভদ্র কথার আড়ালে ঢাকা পড়েছে
আমার গ্রামীণ ভাষার প্রেম।
যে শহরের আলো জোনাকির আলো ভুলিয়ে দেয়
সেখানে আমার প্রেম অনাহুত অতীত।
আমার বুনো ফুলের পাপড়ি গুলো নুয়ে পড়েছে
পরাজিত সৈনিকের মত
সভ্য ফুলের শহরের বুকে।
ভদ্র কথার আড়ালে ঢাকা পড়েছে
আমার গ্রামীণ ভাষার প্রেম।
যে শহরের আলো জোনাকির আলো ভুলিয়ে দেয়
সেখানে আমার প্রেম অনাহুত অতীত।