Posts

কবিতা

প্রণয়দীপ্তি

March 24, 2025

Farzana Khan

22
View

প্রেম কি মেঘনির্ঝর, অম্লান জ্যোতি,
হৃদয়-গুহায় জাগে মধুর ব্যথার রীতি?
অভিসার নিশীথে চাঁদের শপথ,
নয়নের নিমেষে স্বপ্ন-সংকল্প।

চির-শশীমুখী তব প্রণয়-ভাষ,
শ্রবণ-সুধায় বাজে গন্ধর্ব রাগ।
হে প্রিয়তম, চিত্তে জাগে ব্যাকুলতা,
স্নিগ্ধ অমৃতে ধন্য হোক জীবনের কথা!

Comments

    Please login to post comment. Login