মাঝেমাঝেই ঘুম ভেঙে যায়, বিভ্রমে কেঁপে উঠি এক ঝাঁক কবির মাঝে, নিজেকে প্রশ্ন করি মুঠোফোনের কাঁপুনিতে সম্বিৎ ফিরে পাই আজ যে আমার লিখতেই হবে দৃঢ় সংকল্পে বলি, ‘কবিতা তুমি হও’ প্রতিটি নিকষ কোণে ছড়িয়ে দাও আলো ভেঙে যাক বিভাজন, গুড়িয়ে দাও আগ্রাসন কবিতা হোক সকাল-বিকাল কবিতা হোক মনের খোরাক