আকাশে বিহারী তব রহমতের আলো,
সপ্ত সাগর তলে দয়া বিস্তার কালো।
স্নিগ্ধ সুবাসিত নীল গগনমালা,
তোমারি জ্যোতিতে প্রভাত উদালা।
আরশের শোভনে তুমি একা মহান,
রহমতের ছায়ায় জগত সম্মান।
হে মালিক, হে রব, তুমি নূরের কণা,
তব প্রেমে নিমগ্ন চিত্তের গহনা!
আকাশে বিহারী তব রহমতের আলো,
সপ্ত সাগর তলে দয়া বিস্তার কালো।
স্নিগ্ধ সুবাসিত নীল গগনমালা,
তোমারি জ্যোতিতে প্রভাত উদালা।
আরশের শোভনে তুমি একা মহান,
রহমতের ছায়ায় জগত সম্মান।
হে মালিক, হে রব, তুমি নূরের কণা,
তব প্রেমে নিমগ্ন চিত্তের গহনা!