Posts

কবিতা

নূরের সাগর

March 24, 2025

Farzana Khan

24
View

আকাশে বিহারী তব রহমতের আলো,
সপ্ত সাগর তলে দয়া বিস্তার কালো।
স্নিগ্ধ সুবাসিত নীল গগনমালা,
তোমারি জ্যোতিতে প্রভাত উদালা।

আরশের শোভনে তুমি একা মহান,
রহমতের ছায়ায় জগত সম্মান।
হে মালিক, হে রব, তুমি নূরের কণা,
তব প্রেমে নিমগ্ন চিত্তের গহনা!

Comments

    Please login to post comment. Login