সেদিন ডোবার কথা ছিলনা টাইটানিকের
যেমন ছিলনা কোনো সম্ভাবনা
জ্যাক আর রোজের প্রেমে পরার
কবি বলেছিলেন, 'প্রেমে মরা জলে ডোবে না'
ঈশ্বরের আরশে পৌঁছায়নি সেই বার্তা
সেদিন জাহাজিরা শেষ রক্ষা করতে পারেনি
ভায়োলিনের করুণ সুরে ভেসে যায় সবকিছু
