এখনো দাঁড়াতে জানে
দেশ জুড়ে বিষবৃক্ষের চাষাবাদ
বিষণ্ণ বাতাসে উড়ছে গুজব, গুজবের ডালপালা
তবুও কারো চৈত্রের দাবদাহ, সুজন বিকেল
কারো ধ্বংস নিনাদে ভরা অষ্টপ্রহর—
পলাশীর মোড় ধরে কারা যায়?
লাল রঙা শাড়ির আঁচলে বেঁধে গোটা বাংলাদেশ!
ওই তো শহীদ মিনার, ভাষার দাবীর গেইট
আসাদের মনুমেন্ট
স্মৃতিতে ভেসে ওঠা ২৫ মার্চ—সে কি বিভৎসতা!
চোখ বুজে আজও দেখতে কি পাও?
কারা আজও বসে বসে ৭১ এর স্মৃতি হাতড়াও?
রিসেন বাটনে ওরা দিয়ে দিছে চাপ
কেউ কেউ চায় না ঘাটতে অতীত, নাম-ধাম
পিতৃপরিচয়—
শাবাবাগ চত্তর জুড়ে দাবী করে কারা?
কারা ফাঁদে দিয়ে দিলে পা?
কারা কারা চেয়ে থাকো পল্টন গুলিস্তান
পুরাতন ঢাকা?
কারা আজও কঠিন শ্রমে ঘামে ফেরাতে চাও
ভাগ্যের চাকা?
আমিও জানি,
এখনো জাগতে জানে মানুষ, মানুষের ঢল
এখনো ফেরাতে পারে বসন্ত মন
সাঁচি পানে রাঙাতে জানে ওষ্ঠ, অধর
ঝড়ের ঝাপটা রুখে দাঁড়াতে জানে স্বদেশ প্রেমিক।