Posts

কবিতা

কাজী মোঃ আনোয়ার হোসেন এর দু’টি জীবনবোধমূলক কবিতা

March 26, 2025

KAZI MD ANWAR HOSSAIN

237
View

পরম মমতায়

আবার কী দেখা হবে কোন একদিন
নৈরাজ্যের এই শহরে
পথে প্রান্তরে
কাঁটাবনে কিংবা শাহবাগে?
তখন হয়তো বিকেল মিলবে মিলবে
সন্ধ্যার রহস্যময় আলো ঘিরে
পাখিদের কিচিরমিচির শব্দে
আমার তোমার চায়ের তৃষ্ণা জাগবে?
রং চটা চায়ের চুমুকে চুমুকে
মিলবে কী সেই স্বাধ?
যা ফেলে এসেছি অন্ধকারে একশো বছর আগে?
কতো বেলা কতো অবেলায়
দুহাতে বিলিয়েছি যে ভালোবাসা
আজ প্রাণও যে চায়
ফাগুনের বিকেলে
আমরন ভালোবাসায়
হৃব্দ হতে হায়।।
সময় আর অসময়ের
এই দিন কী ফুরাবেনা আর
হবে না কী দেখা আর
পরম সেই মমতার।।

----------0--------

উপলব্দি

কখনো কখনো বিষন্নতা আসে
দূর দিগন্ত  আকাশ ছুয়ে ছুয়ে
সাদা মেঘ নীল আকাশ
বার বার ফিরে ফিরে আসে
তারপর, শিশির কুয়াশা ভেজা রাত
আর কাটে না।।

শীত, ঠান্ডা,  কুয়াশা' র ভীড়ে
জীবন আজ চল্লিশের পরে
আকাশের মতো এক আয়না
জীবনকে কেবল প্রশ্ন করে
আফসোস
এ জীবনে আর প্রেম আসবেনা।। 

Comments

    Please login to post comment. Login