Posts

গল্প

অদৃশ্য ভাড়াটিয়া: অভিশপ্ত ফ্ল্যাটের আতঙ্ক

March 26, 2025

Gyuh

32
View

অদৃশ্য ভাড়াটিয়া

রাফি নতুন একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। জায়গাটা সুন্দর, দামও হাতের নাগালে। শুধু একটাই সমস্যা—আগের ভাড়াটিয়া এক রাতের মধ্যে হঠাৎ উধাও হয়ে গেছে!

রাফি এসব ব্যাপার পাত্তা দিল না। ব্যস্ত দিন কাটানোর পর রাতে যখন বিছানায় শুয়ে পড়ল, তখনই কিছু একটা অদ্ভুত মনে হলো। মনে হলো, ঘরের কোণায় কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু আলো জ্বালিয়ে দেখল—কেউ নেই!

রাত বাড়ার সঙ্গে সঙ্গে কেমন যেন গা ছমছমে অনুভূতি হচ্ছিল। হঠাৎই আলমারির কাচের দরজায় নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠল রাফি। কারণ সেখানে সে একা ছিল না—তার পাশে আরও একটা ছায়া দেখা যাচ্ছিল!

পরদিন রাতে অদ্ভুত ঘটনাগুলো আরও বাড়তে থাকল। ফ্রিজের দরজা নিজে থেকে খুলে যাচ্ছে, বাথরুমের পানির ট্যাপ মাঝরাতে চলতে শুরু করছে। কিন্তু সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটল তৃতীয় রাতে।

রাফি ঘুমিয়ে ছিল, হঠাৎ অনুভব করল কেউ যেন তার পাশেই শুয়ে আছে! শরীরে শীতল একটা স্পর্শ অনুভব করল সে।

ভয় পেয়ে লাইট জ্বালানোর জন্য হাত বাড়াল, কিন্তু আলো জ্বালানোর আগেই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল—

"এটা আমার ঘর… তুমি চলে যাও!"

সকালে রাফি তার ঘর খালি রেখে পালিয়ে গেল। কেউ আর সেই ফ্ল্যাটে থাকতে চায় না। নতুন ভাড়াটিয়ারা আসে, কিন্তু কিছুদিন পর সবাই পালিয়ে যায়। কারণ, রাত হলেই ফ্ল্যাটে কেউ একজন থাকে…

কিন্তু তাকে দেখা যায় না!

শেষ।

Comments

    Please login to post comment. Login