ভোরের আলো ফুটতেই আমি জেগে উঠি,
শহরের কোলাহলে নিঃশব্দে হারিয়ে যাই।
অন্যের সংসার সাজাই যত্নে,
নিজের জীবনটাকে সাজাতে পারি কই?
আমার হাতে ভাতের গন্ধ,
তবু খিদে লুকাই বুকের ভেতর।
আমি রান্না করি রাজ্যের লোকের,
কিন্তু আমার হাতের স্বাদ কেউ মনে রাখে না।
আমি ঘর মুছি, আমি বাসন মাজি,
আমি কাঁথা গুটিয়ে দিই শিশুর ঘুমে।
কিন্তু আমার ক্লান্ত চোখে,
কেউ একটুও স্নেহ রাখে না কেন?
আমি আকাশ দেখি, আমি বাতাস ছুঁই,
আমি এক ফোঁটা ভালোবাসার স্বপ্ন বুনি।
আমি জানি, আমার জীবন নক্ষত্রের মতো,
আলো দিয়ে যায়, তবু কেউ তা দেখে না।