হয়তো বা ফিরে পাবো
নামতে নামতে মানুষগুলো নেমে যাচ্ছে
একবারও ভাবছে না
এই একবিংশ শতাব্দীতে এসেও
আমরা হিংস্র হয়ে উঠছি
নখর বসাচ্ছি, লুটে নিচ্ছি সম্ভ্রম সম্পত্তি।
কোথায় মধ্যযুগ?
তার থেকেও গভীর অন্ধকারে নামছি দিনদিন।
জাহেলি যুগের অস্ত্র কেবল নয়
আধুনিক দাস ক্রীতদাসের স্বপ্নে বিভোর
একদল সারমেয় মানুষ ও মানুষের চেলা
প্রমত্ত নেশায় ডুবে
ভুলে যাচ্ছে আপনপর দল বেদল
দেখছে না নারী শিশু বৃদ্ধ যুবা
মসজিদ মন্দির ধর্মালয় শিক্ষালয় বাসগৃহ
আর শহর বন্দর গাও গেরাম
সামান্য মতভেদে ডুবাছে অন্ধকারে।
জেনেছি, কবি শোনায় সময়ের অনুভূতি
পথের পাঁচালী
হা, সত্য ফেরারী কবি !
আর কত নিষ্ঠুরতার অপেক্ষায় তুমি?
এবার জ্বালাও শব্দের বিজয়ী আগুন
ঢালো, দেশ জনতার বুকে বাক্যের কারুকাজ
কোরাসে আসুক ৭১ এর গান।
হয়তো বা ফিরে পাবো আমার সোনার বাংলা।
কবিতাটি ৫২ বার পঠিত হয়েছে