একবার এক আক্ষেপের মধ্যরাতে দীর্ঘশ্বাস ফেলে অভিশাপ দিয়েছিলাম-তুমি সুখী হও।
আজ তুমি বড্ড সুখী।
আর তুমি! তুমি তীব্র দাহনের এক তপ্ত দুপুরে বিরক্ত হয়ে বলেছিলে, দুনিয়াটা তোমার জন্য নরক হোক।
কি অদ্ভুত! দুজনের প্রার্থনা ঈশ্বর মেনে নিলেন।
—এম. এ ওয়াহিদ
This is a premium post.