Posts

নিউজ

ছুরিকাঘাতের পর প্রথমবার ফিকশন লিখলেন সালমান রুশদি

March 27, 2025

নিউজ ফ্যাক্টরি

34
View

২০২২ সালে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রথমবার ফিকশন লিখেছেন সালমান রুশদি। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান এই লেখকের নতুন গল্প সংকলনের নাম ‘দ্য ইলেভেনথ আওয়ার’। বইটি চলত বছরের শেষে প্রকাশিত হবে।     

ইলেভেনথ আওয়ারে তিনটি নভেলা এবং দুটি ছোট রচনা রয়েছে। এগুলো ভারত, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে লেখা হয়েছে। এই প্রসঙ্গে রুশদি বলেন, 'এই নভেলাগুলো আমার জীবনের তিনটি স্থানের সঙ্গে সম্পর্কিত। এগুলোতে ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমার বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে।' 

৭৭ বছর বয়সী এই লেখক আরও বলেন, ‘নভেলা তিনটি গত ১২ মাসে লেখা হয়েছে। এতে আমার মনের মধ্যে থাকা থিম এবং স্থানগুলো অন্বেষণ করা হয়েছে, যেমন- মৃত্যু, বোম্বে, বিদায়, ইংল্যান্ড (বিশেষ করে কেমব্রিজ), রাগ, শান্তি, আমেরিকা। পাশাপাশি গোয়া, কাফকা এবং আরও অনেক কিছুই রয়েছে।'

গত বছরের অক্টোবরে ইউক্রেনের সবচেয়ে বড় সাহিত্য উৎসব লভিভ বুকফোরামের দর্শকদের কাছে দ্য ইলেভেনথ আওয়ার লেখার কথা জানিয়েছিলেন রুশদি। তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে ভার্চুয়ালি সাহিত্য উৎসবটিতে অংশগ্রহণ করেছিলেন। 

এদিকে গত বছর তার স্মৃতিকথা 'নাইফ' প্রকাশিত হয়। বইটি ২০২২ সালে তার ওপর হামলার ঘটনাবলী নিয়ে লেখা। এছাড়া ২০২৩ সালে ‘ভিক্টোরি সিটি’ নামের একটি উপন্যাস প্রকাশ করেছিলেন তিনি। নিউইয়র্কে ছুরিকাঘাতে আহত হওয়ার আগেই তিনি বইটি লেখা শেষ করেছিলেন।

উল্লেখ্য, দ্য ইলেভেনথ আওয়ার এ বছরের ৪ নভেম্বর প্রকাশিত হবে বলে জানা গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান   

  

Comments

    Please login to post comment. Login