আমরা ফিলিস্তিনের কবি মাহমুদ দারবিশের কথা জানি। ইসরাইলের ইহুদী জায়োনিস্ট মেয়ে (মাহমুদ দারবিশের দেওয়া নাম) রিটার সাথে প্রেম হয়েছিল সে কথাও আমরা জানি। কিন্তু রিটা ও মাহমুদ দারবিশের ভেতরকার যে প্রেম ছিল, সে প্রেম কি স্বাভাবিক এবং স্বতোপ্রণোদিত ছিল? যদি স্বতোপ্রণোদিত হয়েও থাকে তারপরও তাদের প্রেমের ভেতরে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত ছিল।