Posts

নিউজ

'ঈদ' বানানে ফিরছে বাংলা একাডেমি

March 29, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
38
View

বাংলা একাডেমি ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরতে যাচ্ছে বলে জানা গেছে। সংস্থাটির এবারের ঈদের শুভেচ্ছা কার্ডে লেখা হয়েছে ‘ঈদ মোবারক’। একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত ঈদকার্ডটি ২৭ মার্চ তাদের ফেসবুকে পেজে পোস্ট করা হয়েছে।   

ড. মোহাম্মদ আজম জানিয়েছেন, 'ঈদ’ বানানের মতো বিতর্কিত কিছু শব্দের পরিবর্তন নিয়ে বাংলা একাডেমি কাজ করছে। একটি কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ঈদের পর আরেকটি কমিটি করা হবে। তারপর কমিটির সুপারিশে বাংলা একাডেমির অভিধানের নতুন সংস্করণে এসব পরিবর্তন আনা হবে।

তিনি বলেছেন, বিতর্কিত এসব বানান নিয়ে একটি কমিটি করব শিগগির। সেটি  ঈদের পরে হতে পারে। কমিটির সুপারিশে আমরা একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত নেব। বিতর্কিত এসব বানান এটা ব্যাকরণ অথবা আচরণগত বিষয়টি না। এটা অনেকটাই ঐতিহ্যগত, কোনো কোনো বানানে লোকবাচ্যকে প্রাধান্য দেওয়ার নীতি সারাবিশ্বে রয়েছে। এসব বিষয়তো বাংলা একাডেমি করে না। তারা একটি বিশেষজ্ঞ কমিটি করে দেবে, তারা এসব করবে।

এদিকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।’ 

উল্লেখ্য, বাংলা একাডেমি প্রায় ৮ বছর আগে ‘ঈদ’ থেকে ‘ইদ’ বানান নির্ধারণ করেছিল। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, বিশেষ করে ঈদের সময়। তবে এখন থেকে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। 

Comments

    Please login to post comment. Login