Posts

কবিতা

ঈদে নেই সেই আনন্দ

March 30, 2025

Quazi Md moslamin

83
View

গাজার আকাশে আজ ঈদের চাঁদ নয়, 
বোমারু বিমান আর কান্নার রোল।
শিশুদের চোখে নেই ঈদের স্বপ্ন, 
আছে শুধু ধ্বংসস্তূপ আর রক্তের ঢল।

ঈদের দিনেও নেই নতুন জামাকাপড়, 
নেই মিষ্টিমুখ, নেই আনন্দগান। 
চারিদিকে শুধু হাহাকার আর আর্তনাদ, 
স্বজন হারানোর বেদনা, ঘরবাড়ি ভাঙার যন্ত্রণা।

তবুও তারা বাঁচে, স্বপ্ন দেখে, 
স্বাধীনতার স্বপ্ন, শান্তির স্বপ্ন। 
ঈদের চাঁদ তাদের মনে আনে আশা,
একদিন এই আঁধার কাটবে, 
                       ফুটবে নতুন ভোর।

Comments

    Please login to post comment. Login