Posts

কবিতা

সেহাকাঠীর আকাশ।

March 31, 2025

মুহাম্মদ আল ইমরান

98
View

কবিতা: সেহাকাঠীর আকাশ।

লেখক: মুহাম্মদ আল ইমরান।

সেহাকাঠীর আকাশে তারার মেলা।

সন্ধ্যা ঘনিয়ে এলো, গঞ্জের সঙ্গে যোগসূত্রের

সেতু নবীন সাজে লোকারন্য।

সেহাকাঠীর আকাশে আজ দেখা যাবে চাঁদ,

অপেক্ষায় কন্যার হাত।

সেহাকাঠীর আকাশে উঠেছে চাঁদ,

কন্যার হাত রঙিন মেহেদী বৃক্ষের পাতায়।

কেটে গেল রাত চোখের পলকে,

সকাল হলো নতুন পোশাকে।

ঈদের সালামিতে ভ্রমণের অবকাশ।

ঈদের বাকি আর ক'দিন, আনন্দ আয়োজনে

বরণ করা হবে আগমনী নাইয়র।

কত উৎসব জেগেছে হাটে-বাজারে,

গ্রামে-গঞ্জে, লোকালয়ে নবীন সাজে।

ঈদের বাকি আর ক'দিন, নিরবে নিভৃতে কাঁদে কন্যার মন।

সে মানুষ তবুও কথা বলার মতো মানুষ তার নেই।

কন্যার বিদায় বেলা যেতে পারিনি আত্ম আলয়। চলে গেল কন্যা সেহাকাঠীর আকাশ না দেখে!

সেহাকাঠীর আকাশে আজ দেখা যাবে চাঁদ,

অপেক্ষায় নব কন্যার হাত।

কত উৎসব জেগেছে হাটে-বাজারে,

গ্রামে-গঞ্জে, লোকালয়ে নবীন সাজে।

~ মুহাম্মদ আল ইমরান।

নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Comments

    Please login to post comment. Login

  • চমৎকার লাগলো স্যার।