Posts

গল্প

বুদ্ধিমান মামা ও চালাক ভাগ্নে

April 2, 2025

motiul islam

81
View

 

একদিন রফিক মামা তার ছোট ভাগ্নে তৌহিদের সাথে গ্রামের মেলায় গেলেন। তৌহিদ খুব দুষ্টু এবং বুদ্ধিমান ছিল। মেলায় গিয়ে সে মামার কাছে বায়না ধরল,
“মামা, আমাকে একদম আসল বাঘ কিনে দাও!”

রফিক মামা অবাক হয়ে বললেন, “আসল বাঘ কোথায় পাবি?”

তৌহিদ মেলায় রাখা এক বিশাল বাঘের খেলনা দেখিয়ে বলল, “এই যে, এটা!”

রফিক মামা হেসে বললেন, “এটা তো খেলনা, আসল বাঘ হলে তো তোকে খেয়ে ফেলত!”

তৌহিদ মুচকি হেসে বলল, “তাহলে মামা, আমাকে একটা আসল চকলেট দাও। খেলনা চকলেট কিন্তু খাবো না!”

রফিক মামা বুঝতে পারলেন, ভাগ্নে তাকে চালাকি দিয়ে আসল চকলেট নেওয়ার ফাঁদে ফেলেছে। তিনি হাসতে হাসতে দোকানে গিয়ে দুইটা বড় চকলেট কিনে দিলেন।

তৌহিদ তখন বলল, “মামা, আজ তোমারও একটা শিক্ষা হলো— আমি যদি চালাক হই, তাহলে তুমি তার চেয়েও বেশি চালাক!”

রফিক মামা মজা পেয়ে বললেন, “ঠিক বলেছিস! এখন চল, আগে এক প্লেট ফুচকা খেয়ে নেই!”

এভাবেই মামা-ভাগ্নের মজার দিন কেটে গেল, আর তৌহিদ চালাকির একটা নতুন কৌশল শিখে নিল!

Comments

    Please login to post comment. Login