যদি নিজস্ব সংস্কৃতিকেই প্রেজেন্ট না করা যায় তাহলে ঐ লিট ফিস্ট দিয়ে কি করবে বাংলাদেশ? ইংরেজি দিয়ে বাংলা সাহিত্যকে চেনানোর কিছু নাই। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষায় সাহিত্য রচনা করেই বিশ্বব্যাপি পরিচিতি পেয়েছিলেন। মাইকেল বুঝতে পেরেছিলেন বাংলার ভাষার লোক হয়ে ইংরেজিতে লিখে লাভের লাভ কিছু হয়না বরং নিজ ভাষাটাকে ছোট করা হয় একারণে উনিও ইংরেজি লেখা বাদ দিয়ে বাংলা ভাষায় ফিরে এসেছিলেন। মাইকেলের কাজের কাজ বাংলাতেই হয়েছিল।