মেঘ একজন নতুন লেখক, বইমেলায় মেঘের দুইটা উপন্যাসের বই প্রকাশ করেছে, মেঘের জব করার ইচ্ছা নেই; মেঘ লেখালেখি নিয়েই সবসময় ব্যস্ত থাকে।
মেঘের গার্লফ্রেন্ড ঐশী মেঘকে অনেক ভালোবাসে, মেঘকে ঐশী বিয়ের কথা বলে, বলে এসব লেখালেখি আবেগ দিয়ে জীবন চলবে না আর বাবা বেকার ছেলের কাছে আমাকে বিয়ে দিবে না, তুমি একটি জব করো মেঘ, কিন্তু মেঘ ঐশীর কথা শুনে না, মেঘ উপন্যাস লেখাকেই জীবনের লক্ষ্য বানিয়েছে।
তারপর ঐশী অনেক পাগলামী করে মেঘকে জব করার জন্য রাজী করাতে আর মেঘ অবশেষে রাজী হয় জব করতে আর ঐশী আর মেঘের বিয়ে ঠিক হয়েছে।
ঐশীদের বাড়ি বিয়ে বাড়ির সাজে সাজানো হয়েছে, ঐশী আর মেঘের বিয়ে দুইদিন পর, মেঘ সেদিন রাতে বন্ধু তুর্যের সাথে দেখা করতে যায় তারপর থেকে আর মেঘের কোনো খবর পাওয়া যাচ্ছে না।
মেঘ ফিরে ২ বছর ৬ মাস পর হৃদিকে সাথে নিয়ে, মেঘ এতোদিন কোথায় নিখোজ হয়ে ছিলো, আর হৃদির সাথে মেঘের পরিচয় কিভাবে তা নাটকের মাঝের অংশ।
মেঘ নিখোজ হওয়ার ২ বছর পর ঐশীর বিয়ে হয়ে যায় আর মেঘ ২ বছর ৬ মাস পর ফিরে আসলে ঐশীর সাথে মেঘের দেখা হয় এক ভোর সকালে বৃষ্টি পড়ছে এমন দিনে! সেদিন বৃষ্টির মাঝে মেঘ রাস্তায় দাড়িয়ে আছে আর মেঘকে দেখে ঐশী গাড়ি থেকে নেমে আসে আর মেঘকে দেখে ঐশী কান্নারত অবস্থায় অনেক প্রশ্ন করে আর মেঘ সব প্রশ্নের উত্তর দেয় ।-