মা আমার মা
কোথায় গেলে আমায় ছেড়ে
দূর ঐ নীল আকাশে
থাকবো আমি কেমন করে....
'তোমার ঐ স্মৃতি গুলো...
ভুলিব আমি কেমনে
তোমার মতো কেউ হবে না,
আমার এই স্বপনে।
নদী নালা সবাই আছে।
আনার এই মনে
স্মৃতি হারা নয়ন মনি আঁখি এ স্বপনে
তোমার সৃতি আগলে রাখি
আমার এই মনে,,,
শুধু খুজি তোমাকে মনে মনে
আর কি? কিন্তে আসবে না
আমায় দেখা দিতে।
মা আমার মা।