Posts

গল্প

ছোটবেলার রাজ্য

April 3, 2025

Md. Anarul Islam

Original Author Md Anarul Islam

14
View

অণুগল্প 
ছোটবেলার রাজ্য


ছোটবেলা কলার পাতা দিয়ে কী যে সুন্দর ঘর বানাতাম! সারাদিন ডুবে থাকতাম কল্পনার রাজ্যে। ছোট একটা কাঠের তলোয়ার দিয়ে হয়ে যেতাম সিন্দাবাদ, কিংবা ঘাড়ে তোয়ালা পরে সুপারম্যান। 
বিকেলে গাছের ডালে চড়ে বসতাম, আর গাছের পাতাগুলো বানিয়ে ফেলতাম টাকা। ওহ! কত টাকার মালিক যে ছিলাম সে সময়।
প্রাইভেটে যাওয়ার আগে পেটব্যথার অভিনয়টা খুব ভালোই করতাম। এখনো মনে পড়লে হাসি পায়। একটু জ্বর আনার জন্য রসুন নিয়ে দাঁড়িয়ে থাকতাম রোদের মধ্যে। কারণ, জ্বর এলেই তো স্কুল ছুটি। স্কুলের সেই কাঠের বেঞ্চে গাদাগাদি করে বসা আর সামনের জনের প্যান্টে চুইংগাম লাগানোর মধ্যেও ছিল অনেক আনন্দ। 
এখন জীবন অনেক পাল্টে গেছে। স্যারদের কানমলাও আর খেতে হয় না, আবার সন্ধ্যার পর বাইরে থাকার জন্য বাসায় এত জবাবদিহিও করতে হয় না।
তবে জীবন এখন অনেক কঠিন ও জঠিল। কোনোভাবে ছোটবেলার দিনগুলো ফিরে পেলে খুব ভালো হতো।
একসময় ভাবতাম, কবে বড় হব আর এখন ভাবি কেন বড় হচ্ছি!


মোঃ আনারুল ইসলাম রানা 

Comments

    Please login to post comment. Login