আব-ই-রহমত তুমি, নূরের নূর,
তুমি বিনা বিশ্ব রহিত, সুর শূন্য সুর।
আল-আলিম, আল-খবির, হিকমতে পূর্ণ,
তোমার হুকুমে জগৎ চলে নিয়মে সুদৃঢ়।
রাহমান তুমি—দয়ার দিগন্ত পেরোই,
রাহিম—যে ক্ষমা দিতে বিনা শর্তে রয়।
তুমি গফফার, সাত আসমান করে সিজদা,
তোমার কুদরতে নামে রহমতের বাদলা।
তাওহিদের তোহফা দিলে বান্দার হৃদয়,
তোমার যিকিরে কাটে আমার নিশি ও প্রভায়।
হায়াতের ছায়ায় যবে ছুটে আসি ফিরে,
তুমি মালিকুল-মুল্ক—রহো অন্তরে নীরে।
ফেরেশতারা তব নামগান গায় সুবহানে,
লাওহে মাহফুজে লেখা তোমার ইশারায় জানে।
সিরাতে মুস্তাকিমে দাও হিদায়াতের দিশা,
তোমারি রহমে রুহ পায় নূরের পরশা।
জব্বার তুমি—জুলুমে দাও কদমে জবাব,
হালিম রূপে করো ধৈর্যে অনন্ত সওয়াব।
ইয়া রব্বি, ইয়া সালাম, দাও কুলে আমান,
তোমারি নাজরে থাকি চিরকাল নির্ভর প্রাণ।