পোস্টস

কবিতা

ছুটি চাই

২১ মে ২০২৪

জাকির সোহান

প্রিয়তমার ঘুম আসে না এজন্য ছুটি চাই
 সন্তানকে হাঁটা শেখাতে হবে- এজন্য ছুটি চাই 
 বহুদিন তপ্তদুপুর দেখি না- এজন্য ছুটি চাই 
 বৃষ্টি আসে-যায় ধুয়ে যায় ধূসরতা
 আত্মশুদ্ধির জন্য ছুটি চাই 
 বিকেলবেলা কতদিন ঘুমাই না; একটু ঘুমাতে চাই
 কতশত মুভি টিভি-ইউটিউবে- নিয়মিত দেখার সুযোগ চাই
 হাটে-বাজারে কত মজমা কত বেচা-কেনা 
 একটু খবর রাখা দরকার
 স্কুলের সামনে এখনো বেচে আইসক্রিম
 অথচ আমি নাই!
 বাদাম, ছোলা, ঝালমুড়ি খেতে হবে আমার একটু ছুটি চাই
 আশপাশে কত পাখি উড়ে-নাচে- গায়
 আমি ভালো হয়ে গেছি- কথা দিচ্ছি ওদের ধরবো না
 শুধু ওদের বাসাটা দেখার জন্য ছুটি চাই
 যেদিনই তুমুল বাতাস উঠবে ঘুড়ি ওড়ানোর জন্য ছুটি চাই
 আমার বাগানে যতদিন ফুল থাকবে ততদিন ছুটি চাই
 সারারাত জোছনা দেখে দিনে ঘুমাবো; ছুটি চাই
 আমি সুন্দর করে মরতে চাই সেদিনের জন্য আগাম ছুটি চাই
 জিডিপি নয় স্যার জিডিএইচ বাড়ানোর জন্য - ছুটি চাই!